হঠাৎ ঠান্ডায় নুনু দাড়াচ্ছে না প্রায় ৩০ লক্ষ পশ্চিমবঙ্গবাসীর |
আজও ঘন কুয়াশা আর বিক্ষিপ্ত বৃষ্টি। দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন। শনিবার থেকে তাপমাত্রা নামার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। উইকেন্ডে হু হু করে নামবে পারদ। জমিয়ে শীতের স্পেল বর্ষ শেষে ।
এই ঠান্ডায় সব কিছু শুকিয়ে যাচ্ছে, নুনু দাড়াচ্ছে না কারণ এই ঠান্ডা সহ্য সীমার বাইরে! কারও ঠান্ডা চুল ছাড়া আর কোনো কিছুই খাড়া হচ্ছে না!! একদল সিঙ্গেলের উপর গবেষনায় দেখা গেছে এই তথ্য, প্রায় ৩০ লক্ষ পশ্চিমবঙ্গ বাসীর খাড়া হচ্ছে না!
উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আজ ঘন কুয়াশার সতর্কবার্তা। উত্তরের দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টি আজও। হালকা বৃষ্টি হবে নদিয়া ও দুই 24 পরগনায়। সকাল থেকেই মেঘলা আকাশ। বিকেলের দিকে আবহাওয়ার উন্নতি।
বৃষ্টি আর মেঘলা আকাশের কারণে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের 1 ডিগ্রি নীচে নেমে 12.6 ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে যা তিন ডিগ্রী কম।
কলকাতায় গতকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছিল স্বাভাবিকের 6 ডিগ্রি নিচে 20.3 ডিগ্রি সেলসিয়াস। কার্যত কোল্ড ডে পরিস্থিতি। বাতাসে আদ্রতার পরিমাণ 63 থেকে 97 শতাংশ।আজও মূলত মেঘলা আকাশ থাকবে এবং কলকাতাতেও খুব হালকা বৃষ্টির সম্ভাবনার সকালের দিকে।
0 Comments